মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। ফেসবুক লাইভে এসে বরিশালের জেলা প্রশাসককে বোকা- আহাম্মক বলে গালি দিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় করোনা দুর্যোগে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ত্রাণ সহায়তার তথ্য তুলে না ধারায় জেলা প্রশাসককে এই কটুক্তি করেন তিনি।
সম্প্রতি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের ভিডিও লাইভে এসে গালি দেয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সাধারণ মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি তুলেছেন ছাত্রলীগের ওই নেতার বিচারের।
ভাইরাল হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিতে দেখা যায়, ‘আশিকুর রহমান সুজন তার নিজ কার্যালয়ে বসে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র গুনগান করছেন।
ওই ভিডিওতে সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্সের বিষয় তুলে ধরে সুজন বলেন, ‘খুলনার জেলা প্রশাসক এমপি তন্ময় এবং নড়াইলের এমপি মাশরাফি ভাইসহ অন্যান্য এমপিদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর কাছে।
কিন্তু আমাদের বরিশালের জেলা প্রশাসক এতোটুকুই বললেন, ‘এখানে উপস্থিত আছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।’ এজন্য জেলা প্রশাসককে উদ্দেশ্য করে ছাত্রলীগ নেতা সুজন বলেন, ‘জেলা প্রশাসক সাহেব আপনি বোকার শহরে বসবাস করতেছেন, আহাম্মক জাতির মধ্যে আপনেও একজন।’
এদিকে ফেসবুক লাইভে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের এমন আচরণ সাধারণ মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে এর বিচারও দাবি করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহলের কাছে।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজন বলেন, এটা বলার নিশ্চয়ই কারণ রয়েছে। অবশ্য জেলা প্রশাসককে সরাসরি অথর্ব্য বলিনি। অথর্ব জাতি বলেছি। আর এটা নিয়ে এখন কেন প্রশ্ন উঠবে, এটাতো এক মাস আগের ঘটনা বলে এড়িয়ে যান তিনি।
Leave a Reply