রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ার পয়সা বাসষ্ট্যান্ড থেকে ইয়াবাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, রবিবার রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে ডিউটির সময় উপজেলার পশ্চিম পয়সা বাসষ্ট্যান্ড থেকে পয়সা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হক সিকদারের ছেলে মাদক ব্যবসায়ি মাঈনুদ্দিন সিকদার (২৫) কে ৬পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
এঘটনায় ওই রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন,যার নং-১১।
অন্যদিকে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পূর্ব গোয়াইল গ্রামের মুকুল ভদ্রের স্ত্রী দীপু ভদ্রকে ওই রাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply