রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার নরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন বঘাটের ছুরিকাঘাতে জেহাদ হাওলাদার নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কুপিয়ে আহত করে বখাটেরা।এ ঘটনার পরপরই স্থানীয়রা বখাটে ইমরান, জাহিদুল, রানা ও আলামিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ সময় রাহাদ ও ইরাক নামে আরও ২ বখাটে পালিয়ে যায়। আহত জেহাদ উপজেলার সিংহেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সিংহেরকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শিপন হাওলাদারের ছেলে। গুরুতর অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরকাঠী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সিংহেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ললিপপ সাধে রাহাদ। এ সময় রাহাদের সাথে থাকা অন্যান্য বখাটেরা মেয়েটিকে নিয়ে কটুক্তি করতে থাকে।
মেয়েটি বিষয়টি তার স্কুলের বড় ভাই জেহাদকে জানায়। জেহাদ বখাটেদের চলে যেতে বলে। এ নিয়ে বাক-বিতাণ্ডার একপর্যায়ে ইমরান তার সাথে থাকা চুরি দিয়ে জেহাদকে এলোপাথারি কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা ৪ বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি গোলাম মোস্তফা হায়দার বলেন, ঘটনাস্থল থেকে ৪ বখাটেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে আহতের বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply