বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বরিশালের সদর উপজেলায় আনসার ও ভিডিপি’র অসহায় ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জ কার্যালয়ের মাঠে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী, সহকারি জেলা কমান্ড্যান্ট রকিব উদ্দিন, বরিশাল রেঞ্জের সহকারি পরিচালক মোঃ শাহ আলম, সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়শা সুলতানা, প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এর নির্দেশনায় সারা দেশের ন্যায় বরিশাল জেলার ১০টি উপজেলার মোট ৩ হাজার ভিডিপি পরিবারের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসাবে বরিশাল সদর উপজেলায় ৩ মে খাদ্য সহায়তা কর্মসূচীর কার্যক্রম শুরু করা হয়।
Leave a Reply