শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক// গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার বিক্ষোভ মিছিলের চেষ্টার সময় বরিশালে যুবদলের দুই নেতা ও এক কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম জানান।
এরা হলেন- মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও বিএনপি কর্মী হাসিবুর রহমান।
ওসি নূরুল বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও নাশকতার চেষ্টা করে। এ সময় যুবদলের তিন নেতাকর্মীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে থাকায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা জানান।
Leave a Reply