মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য ক্লাস ছুটি থাকবে ১৮ মার্চ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অন্যদিকে, অফিস ছুটি শুরু হবে ২৬ মার্চ (বুধবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সময়ের মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে নিজেদের ব্যক্তিগত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এই দীর্ঘ ছুটির কারণে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তবে কিছু শিক্ষার্থী মনে করছেন, পরীক্ষার প্রস্তুতির জন্য ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে।
Leave a Reply