বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে অছাত্র, কর্মজীবী ও বিবাহিতদের পদায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সদর রোডে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বলা হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু বিএম কলেজের ছাত্র নন। তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষে বিএম কলেজে ভর্তি হলেও ২০১৪ সালের পর তাকে ক্যাম্পাসে দেখা যায়নি। বাবু বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে প্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা বলেন, কলেজ শাখার সদস্য সচিব সজিব তালুকদার একাডেমিকভাবে যুগ্ম আহ্বায়কদের চেয়ে জুনিয়র। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এ পর্যন্ত দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি।
পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক কাজী শফিউল বাশার আইএফআইসি ব্যাংকের বরিশাল করপোরেট শাখায় কর্মরত, ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ বিবাহিত ও সন্তানের জনক, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক রকিব হাওলাদার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে স্নাতকের নিয়মিত ছাত্র, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহারিয়র জামান মিঠুন বরিশাল জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী হলেও বিএম কলেজ ক্যাম্পাসে তাকে কখনও দেখা যায়নি, ১৬ নম্বর সদস্য রেজাউল করিম রেজা বিএম কলেজ ছাত্রদলের অপরিচিত মুখ। যোগ্যদের পদায়ন করে বিএম কলেজ ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল কর্মী ইলিয়াস হোসেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি বলেন, কাঙ্ক্ষিত পদ না পেয়ে ছাত্রদলের কতিপয় নেতা বিভিন্ন কলেজে ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাদের অভিযোগ অসত্য।
গত ৭ জানুয়ারি বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও উপজেলা শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করে জেলা ও মহানগর ছাত্রদল।
Leave a Reply