রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর মাইনুল হাসান সড়কে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যর একটি দল ভাস্কর্যর সমানে অবস্থান করে। শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার পরে বরিশালে এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ভাস্কর্যের নিরাপত্তা দিতে তিনজন পুলিশ সদস্য প্রেসক্লাবে আসেন। তারা ভাস্কর্যের নিরাপত্তায় প্রেসক্লাব এলাকায় অবস্থান করবেন বলে জানান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত ও নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী বরিশাল নগরীতে অবস্থিত একমাত্র ভাস্কর্যটির নিরাপত্তা নিশ্চিতে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পালাক্রমে দিনরাত ২৪ ঘণ্টা ভাস্কর্যর কাছে পুলিশ অবস্থান করবে।
Leave a Reply