শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে কোন রোগী আইসোলেশনে নেওয়া না হলেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৯৩ জনকে। আর কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৬ জন। বিগত ২৪ ঘন্টার পরিসংখ্যানে এই তথ্য দিয়েছেন বরিশাল স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
এরমধ্যে নতুন করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের ২জন, বরিশাল জেলায় ৯ জন, পটুয়াখালীতে ৭ জন, ভোলায় ১৪ জন, পিরোজপুরে ৮ জন, বরগুনায় ৫১ জন ও ঝালকাঠিতে ২ জন। আর কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন, বরিশাল জেলায় ২১ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ২৪ জন, বরগুনায় ২৫ জন ও ঝালকাঠিতে ১৩ জন।
পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস দৈনিক মতবাদ অনলাইনকে জানিয়েছেন, কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী। বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি কেউ নেই। ্এমনকি এই বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। জানা গেছে, গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় কোয়ারেন্টিন শেষ ১০৫১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর কোয়ারেন্টাইনে আছেন ২৭১৮ জন।
Leave a Reply