সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
এইচ এম হেলাল॥ শিরোনামে ‘চাঁদা নিলেও দুঃসময়ে পাঁশে নেই বরিশাল শ্রমিক ও মালিক সমিতির নেতারা’ বরিশালে দো’টানায় বাস টার্মিনালের শ্রমিকরা! সংবাদ প্রকাশের পর শ্রমিক ইউনিয়নের কেন্্রীয় নেতারা শ্রমিকদের পাশে এগিয়ে না আসলেও এসেছেন সংগঠনটির সাধারন এক শ্রমিকনেতা। যদিও তিনি শ্রমিকদের সাথে রয়েছেন থাকবেন।
শুক্রবার (১লা মে) বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনালে গেলে এমন তথ্য নিয়ে বিভিন্ন শ্রমিক সদস্যরা পাশে এসে তাদের অনাহারী জীবনের কথা তুলে ধরেন।
এসময় ২টি পিকাপ বোঝাই করে ২শত শ্রমিকদের জন্য ১০ কেজি চাল,১ কেজি চিড়া,১কেজি গুড়,২ কেজি আলু ও ১ টা সাবান নিয়ে হাজির হন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা। এদিকে গত একমাসে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের খোঁজ নেইনি ১১ বিশিষ্ঠ কমিটির সভাপতি ,সাধারন সম্পাদক। সাহায্য সহযোগিতা নিয়ে মালিকরাও নেই তাদের পাশে।
সাধারণ পরিবহন শ্রমিকরা বলছেন গাড়ির চাকা না ঘুরলে তাদের আয় রোজগার হয় না। শ্রমিকরা বলছেন, কামাল হোসেন লিটন মোল্লা হাজার হাজার শ্রমিকদের পাশে দাড়িয়েছেন যা নজির বিহীন হয়ে থাকবে ।
সংগঠনের নেতারা খোঁজ খবর না নেয়ার কারনে শ্রমিকরা অভিযোগ করে বলেন, এমন সংকটে তাদের পাশে দাঁড়ানো তো দুরের কথা খোঁজ খবরও নিচ্ছেননা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিকরা। শ্রমিক ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা বলেন, এসকল খাদ্য সামগ্রী আপনাদের মাঝে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি আমার যা কিছু আছে আমি তাদিয়ে বর্তমান সমস্য থাকাকালীন আপনাদের পাশে আছি।
তিনি শ্রমীকদের উর্দ্দেশ্য করে বলেন আমার নেতা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ । তার নির্দ্দেশ্যে আমি এসকল খাদ্য সামগ্রী আপনাদের মাঝে উপহার হিসাবে দিচ্ছি। সংগঠন থেকে কেউ আপনাদের পাশে না থাকলেও আমি লিটন মোল্লা থাকবো।
এ বিষয় ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের মাঝে দুইটন চাল বিতরন করা হয়েছে। সব শ্রমিকরা চাল পায়নি। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে আবারো চাল বিতরন করা হবে এতে হতাশ হবার কিছু নেই ।
Leave a Reply