রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদি ও হাজতি মহিলা-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৪টায় বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ ঈদ বস্ত্র বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য এসএম ইকবাল, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল কবীর, বরিশাল মহানগর সমাজসেবা অফিসার শ্যামল সেনগুপ্ত।
ঈদবস্ত্র বিতরণকালে কারাগারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, জেলার ইউনুস জামান, ডেপুটি জেলার ইব্রাহিম, কারাগার হাসপাতাল চিকিৎসক শামীম রেজা।
বন্দীদের মাঝে বস্ত্র বিতরণের আগে জেলা প্রশাসক বলেন, আজ আপনারা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছেন। এতে আপনাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করছে তাতে আমরাও দুঃখিত। আপনারা সংশোধিত হয়ে নতুন সুন্দর একটি জীবন গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশা।জেলা প্রশাসক কারাগারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কারাগারে কেউ যেন বিনা অপরাধে আটক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লিগ্যাল এইডের মাধ্যমে তাদেরকে আইনগত সহায়তা দেবার আহবান জানান তিনি।
Leave a Reply