সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেরির পন্টুন থেকে পড়ে বরিশালের কীর্তনখোলা নদীতে শাহিন খলিফা (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে। বিশ্বাসের হাট এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, শাহিন খলিফা দোকানের মালামাল ক্রয়ের জন্য বরিশাল নগরে আসেন। বাড়ি ফিরে যাওয়ার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পন্টুনের উপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন তিনি। হঠাৎ করেই সেখান থেকে নদীতে পড়ে যান তিনি। তার স্বজনরা জানিয়েছে, নিখোঁজ শাহিন খলিফা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিকেল ৪টা পর্যন্ত শাহিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বরিশাল কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে ডুবুরিরা কাজ করছে।
Leave a Reply