রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
জহিরুল অরুন,বাবুগঞ্জঃ বরিশাল আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ সামসুজ্জামান সোহেল। এ্যাডঃ সোহেলকে ইতিমধ্যে আওয়ামী পন্থী আইনজীবি সমিতির ব্যানারে দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে এমনটিই জানিয়েছেন তিনি।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ চলছে। আগামী ১৪ ফেব্রুয়ারী বরিশাল আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোহেল আইনজীবি সমিতির সকল ভোটারদের কাছে ভোট কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য যে তিনি ইতিপূর্বে সমিতির নির্বাচিত সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, রাজনৈতিক বিশ্লেষক, মিষ্টভাষী, সদাচরণ, সফল সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিত ব্যক্তিত্বের অধিকারী তিনি।
বাবুগগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেল বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল “ল”কলেজের প্রভাষক পদে দায়িত্ব পালন করে আসছেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সামসুজ্জামান সোহেলকে সর্বাত্মক অভিনন্দন জানান হয়েছে।
Leave a Reply