শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আট্টাল।
মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন। এর মধ্য দিয়ে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি।
এর আগে ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর তকমা পেয়েছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন গ্যাব্রিয়েল আট্টাল।
কে এই গ্যাব্রিয়েল আট্টাল?
গ্যাব্রিয়েল আট্টাল একজন ইহুদি। তার পুরো নাম গ্যাব্রিয়েল আট্টাল ডি কুরিস। তার বাবা আইনজীবী ও চলচ্চিত্র প্রযোজক তিউনিসিয়ান ইহুদি ইয়েভেস অ্যাটাল, যিনি ২০১৫ সালে মারা যান। আর তার মা মেরি ডি কুরিস, যিনি ওডেসার অর্থোডক্স খ্রিস্টানদের বংশধর। গ্যাব্রিয়েল আট্টাল তার তিন ছোট বোনের সাথে প্যারিসেই বেড়ে ওঠেন।
গ্যাব্রিয়েল আট্টাল প্রধানমন্ত্রী হওয়ার আগে ফ্রান্সের বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। সোমবার প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগের ঘোষণা দিলে পরদিন গ্যাব্রিয়েল আট্টালকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
জানা গেছে, গ্যাব্রিয়েল আট্টাল প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেন।
আগামী জুনে ইউরোপিয়ান সংসদে নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।
ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আট্টালের উত্থানটি খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দফতর) দায়িত্ব নিচ্ছেন। ফ্রান্সের নতুন এ প্রধানমন্ত্রীর সমকামী পার্টনার হলেন অপর আইনপ্রণেতা স্টেফানে সেজোর্নে।
গ্যাব্রিয়েল আট্টাল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাক্রোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন গ্যাব্রিয়েল আট্টাল। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
Leave a Reply