রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
মোঃ আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া,কুয়াকাটা প্রতিনিধি ॥
বঙ্গোবসাগরের সংলগ্ন কুয়াকাটায় এফবি ইলিয়াস নামে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছে ৬ জেলে। উদ্বার হওয়া ট্রলারের মাঝি মোঃ মনির জানান, উত্তাল ঢেউয়ের তোরে বুধবার দিবাগত রাত ১১টায় জোরার বয়া এলাকায় মহিপুর সদও ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের এফবি ইলিয়াস ট্রলারটি ডুবে যায়। এসময় অন্য একটি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের মাঝি সহ ৭ জন কে উদ্বার করলেও নিখোঁজ রয়েছে ৬ জেলে। নিখোঁজ জেলেরা হলেন, মহিপুর সদও ইউনিয়নের নজিবপুর গ্রামের মোঃ ইব্রাহিম খান (২৫), মাহাবুব (২৮), আ. কাদের (৩৮), মোঃ সাইফুল (২৫), বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬) এবং চাকমইয়ার এলাকার মোঃ সিদ্দিক হাওরাদার (৩০)।
একই দিন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনছার উদ্দিন মোল্লার মালিকানাধীন এফ.বি. মার্জিয়া ট্রলারটি তীর ফেরার পথে সুন্দরবন সংলগ্ন সমুদ্রে ডুবে যায় । অন্য একটি ট্রলার জেলেদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
Leave a Reply