শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার করার অভিযোগে একজনকে আটক করেছে র্যাছব-৮ এর সদস্যরা। শনিবার (২৯ সেপ্টেম্বর) তাকে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মোঃ আতিকুল ইসলাম মাসুম(৪২) পটুয়াখালী জেলার বাউফল থানার সিংরাকাঠি এলাকার মোঃ নুর মোহাম্মদের ছেলে। দুপুরে র্যা্বরে পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরের কাকলীর মোড়ে অবস্থিত মোবাইলের শো-রুম থেকে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা মাধ্যমে মূল্য পরিশোধ না করে একটি স্যামসাং গ্যালাক্সী জে-৬ সেট নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শো-রুম মালিকের অভিযোগের ভিত্তিতে তার শো-রুমের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে র্যা ব-৮ এর সদস্যরা।
প্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে প্রতারকচক্রের সক্রিয় সদস্য মোঃ আতিকুল ইসলাম মাসুমের অবস্থান নিশ্চিত করে তারা। ধারাবাহিকতায় র্যা ব-৮, বরিশাল সিপিএসসি`র একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে আতিকুল ইসলাম মাসুমকে আটক করে। আটকের সময় আতিকুলের কাছ থেকে ২১ হাজার ৯ শত টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সী জে-৬ মোবাইল
সেটটি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যা ব-৮, বরিশাল সিপিএসসি`র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি চুরি ও প্রতারক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
Leave a Reply