বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলঘরে মোটরসাইকেল থামাতে দেরি হওয়ায় পেছন দিক দিয়ে টেনে চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীকে ফেলে দিয়েছে টোলকর্মীরা।
শনিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে রূপাতলী টোলঘরে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন। এসময় আহতরা এর প্রতিবাদ করলে উল্টো একদল সন্ত্রাসী তাদেরকে মারধর করতে ঔদ্ধত্য হয় বলে অভিযোগ করেন তারা।
আহতরা হলেন- মো. শাহ আলম (৪৫) ও ফারুক হোসেন (৩৬)। তারা বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত।আহতরা জানান, আমরা বরিশাল থেকে নলছিটির দিকে যাচ্ছিলাম। টোলের জন্য মোটরসাইকেল থামাতে গেলে গতির কারণে একটু সামনে চলে যায়। এতে টোলকর্মীরা টেনেহিঁচড়ে তাদেরকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পড়ে গিয়ে তারা হাত-পায়ে চোট পান এবং রক্তক্ষরণ হয়।
এদিকে টোলকর্মীরা উল্টো অভিযোগ করে বলেন, তারা টোল না দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই তাদেরকে থামাতে গেলে একটু ব্যাথা পেয়েছে।এ বিষয়ে সেতুর ইজারাদার মো. মাহফুজ খান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষিদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply