শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী ও দুই পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহজাহান উপজেলার আস্কর বাজারের ইয়ং ফ্যাশন টেইলার্স এর সামনে থেকে উত্তর বারপাইকা গ্রামের (হাওলা) মৃত কালীপদ বিশ্বাসের ছেলে ইয়াবা ব্যবসায়ী প্রকাশ বিশ্বাস (২১)কে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় বৃহস্পতিবার রাতেই এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, যার নং-১(৬/২/২০)। অপরদিকে একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন দক্ষিণ বাগধা গ্রামের তাজেল সরদারের ছেলে রুবেল সরদার (২০) ও পশ্চিম বাগধা গ্রামের জলিল খানের ছেলে বজলু খান (২২) কে ৭ পিস ইয়াবাসহ বাগধা জলিল খানের বাড়ির জঙ্গল থেকে গ্রেফতার করে।
এঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার সকালে মামলা দায়ের করেন, যার নং-৭(৭/২/২০)। ওই রাতে পশ্চিম বাগধা গ্রাম থেকে ননজিআর ২১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পশ্চিম বাগধা গ্রামের মৃত মহারাজ বৈরাগীর ছেলে নারায়ণ বৈরাগী ওরফে মঙ্গল ও তার ভাই সুশান্ত বৈরাগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply