শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে হামলার অভিযোগ উঠেছে।হামলা প্রতিহত করতে তার বেসরকারি নিরাপত্তা কর্মীরা দুই দফায় ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্রের দুটি স্থানে গুলির শব্দ শোনা যায়।এরপরে শহরে বিক্ষোভ মিছিল করে ঘটনার জন্য আওয়ামী লীগের আরেক নেতাকে দায়ী করা হয়।তবে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান হামলার ঘটনা ঘটেনি,শুধু নিরাপত্তাকর্মীদের গুলি ছুড়তে দেখেছে।জানা যায়,পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমান টুঙ্গীপাড়া থেকে গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে পিরোজপুর শহরে আসার সময় প্রথমে দফা গুলির শব্দ পাওয়া যায়।এরপর মহিলা কলেজের সামনে বাসার কাছে পৌঁছালে তার বেসরকারি নিরাপত্তা কর্মীরা বন্দুকের ফাঁকা গুলি ছোড়ে।
এরপর শেখ এ্যানী রহমানের সমর্থকরা এ ঘটনার প্রতিবাদে শহরে মিছিল করে স্থানীয় বিলাস চত্বরে এক পথসভা করে।শেখ এ্যানী রহমান সাংবাদিকদের জানান,তিনি পিরোজপুর-১ আসনে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং এক বছরের বেশী সময় ধরে এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন।তার বিরোধীরা গাড়ি বহরের ওপর হামলা ও গুলি চালিয়েছে।হামলা প্রতিহত করতে তার নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালিয়েছে।ঘটনাস্থল শহরের প্রানকেন্দ্র টাউনক্লাব সড়কের প্রতক্ষদর্শী ব্যবসায়ীরা জানান,গাড়ীবহরে থাকা কয়েকটি মোটর সাইকেল হঠাৎ করে হর্ন দেয়া শুরু করে।এরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার কিছু পরে শহরের অবকাশ মোড়ে আবার কয়েক কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।এ ঘটনাকে রাজনৈতিক নাটক বলছে স্থানীয় নেতাকর্মীরা।তাদের দাবী শহরের প্রাণকেন্দ্রে শতশত লোকজনের সামনে এ ঘটনা ঘটে গেল,অথচ কেউ হামলাকারীদের দেখল না,দেখলো শুধু ফাকা গুলি চালাতে।এরপরে আবার অন্য স্থানে গুলি শব্দ শোনার পর পরই মিছিল বের হয়।মিছিলকারীরা হামলার ঘটনায় অপর এক আওয়ামীলীগ নেতাকে দায়ী ও বিচার দাবি করে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান,এ্যানী রহমানের গাড়ি বহরে কোন ধরনের হামলা সত্যতা তারা এখনও পায়নি।তবে হামলা হয়েছে এমন দাবি এ্যানী রহমানের।আর এ হামলা প্রতিহত করতেই এ্যানী রহমানের বেসরকারি নিরাপত্তা কর্মীরা ও তার স্বামী ফাকা গুলি চালিয়েছে।
Leave a Reply