পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে ১৫দিন পর কাজে যোগ দিয়েছে বাঙালী শ্রমিকরা Latest Update News of Bangladesh

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে ১৫দিন পর কাজে যোগ দিয়েছে বাঙালী শ্রমিকরা

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে ১৫দিন পর কাজে যোগ দিয়েছে বাঙালী শ্রমিকরা




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়ার পায়রা ১৩২০ মেঘাওয়াপ তাপবিদ্যুত কেন্দ্রে ১৫ দিন পর কাজে যোগ দিয়েছে বাঙালী শ্রমিকরা। এতে কর্মমুখর হয়ে উঠেছে বিদ্যুত কেন্দ্র এলাকা। বুধবার কাজে যোগ দেয়া ৩০৮ বাঙালী শ্রমিকের সেফটি প্রশিক্ষণ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চায়না শ্রমিকদের সাথে তারা কাজ শুরু করেছে ।বিসিপিসিএল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুত কেন্দ্র এলাকায় ১২টি ম্যান পাওয়ার এজেন্সিকে শ্রমিক সরবরাহের জন্য অনুমতি দেয়া হয়েছে।

নর্থ ইস্ট (নম্বর-১) ইলেক্ট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এনইপিসি) কর্তৃপক্ষ পর্যায়ক্রমে আরও এজেন্সিকে শ্রমিক সরবরাহের অনুমতি দেবে। কাজে যোগ দেয়া শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পর তাদের অনুমতি দেয়া হয়েছে।

বিসিপিসিএলের জুনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার শাহ মনি জিকো জানান, এখন পায়রা তাপবিদ্যুত কেন্দ্র চীনা ও বাঙালী শ্রমিকের পদভারে মুখরিত। তারা সমন্বিতভাবে বিদ্যুত প্লান্টের নির্মাণ কাজে নিয়োজিত।
নির্বাহী প্রকৌশলী জনাব রেজওয়ান ইকবাল খান জানান, “বাংলাদেশি শ্রমিকদের জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে তা নির্বাচন কমিশনে জমা দেয়া হচ্ছে যাতে কেউ ভূয়া পরিচয় পত্র দিয়ে এখানে কাজ করতে না পারে। এতগুলো শ্রমিকের যাচাই বাছাই করা যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচিত কিছু সংখ্যক শ্রমিকদের আজ কাজে যোগদান করানো হয়েছে। ৩০৮ জন বাংলাদেশি শ্রমিক পূর্বের মত সেফটি ড্রিল প্রশিক্ষণ শেষে চাইনিজদের সাথে একযোগে কাজ শুরু করেছে।

গত ১৮ জুন পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এক বাঙালী শ্রমিক নিহতের ঘটনায় সৃষ্ট সংঘর্ষে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে এক চায়না প্রকৗশলী মারা যায়। এ ঘটনার পর থেকে বিদ্যুত কেন্দ্রে বাঙালী শ্রমিকদের ১৫দিনের ছুটি ঘোষনা করা হয।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক শাহ্ আবদুল মওলা সাংবাদিকদের জানান, আমরা আশা করছি অন্যান্য শ্রমিকরাও খুব দ্রুতই কাজে যোগদান করবে, তবে শ্রমিকদের পুলিশ ক্লিয়ারেন্স থাকাটা বাধ্যতামূলক। এ ব্যাপারে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD