বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। পুলিশ বাসা থেকে ফাহিমের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, পাওনা টাকা ফেরত চাওয়ায় ফাহিম সালেহকে হত্যা করে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল। পুলিশ সূত্রের বরাতে এনওয়াই ডেইলি নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপিল ফাহিমের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। ফাহিমের কাছ থেকে কয়েক হাজার ডলার আত্মসাৎ করেন হাসপিল। যা সালেহ একটা সময় জানতে পারেন, হাসপিল তার কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। পরে বিষয়টি জানাজানি হলেও হাসপিলকে সেটা ফেরত দিতে বলেন সালেহ। এরপরই এ হত্যাকাণ্ড ঘটে।
Leave a Reply