মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ৫নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়া (৭০)-এর জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাধাঁ দেওয়ায় এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন।
খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে আহত দুলালকে হাসপাতালে দেখতে যান বলে জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, বালিচান্দা গ্রামে রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারি কাজে বাধাঁ দেন তিনি। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলেন। পরে আমার গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে আমি তাকে মারধর করি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, রাতেই হালুয়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা তদন্তকরে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করবো।
Leave a Reply