বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামে নির্যাতনের পর স্ত্রীর চোখ উৎপাটনের চেষ্টায় স্বামী আব্দুস সাত্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।এ দিকে স্ত্রী শাহানুর বেগমের (২৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার্ড করে ঢাকায় পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আব্দুস সাত্তারের সঙ্গে শাহানুর বেগমের ১৩ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি আব্দুস সাত্তার তার স্ত্রীর অন্য যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ শুরু করে। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়।পরকীয়া সন্দেহের জের ধরে সোমবার দিনগত রাত ২টার দিকে আব্দুস সাত্তারের সঙ্গে শাহানুর বেগমের ঝগড়া বেধে যায়। এসময় মারধর ও চাকু দিয়ে স্ত্রী শাহানুর বেগমের চোখ উৎপাটনের চেষ্টা চালায় স্বামী আব্দুস সাত্তার। এক পর্যায়ে নির্যাতনের মুখে জ্ঞান হারায় স্ত্রী শাহানুর বেগম।
সকালে শাহানুর বেগমের বড় বোন হেলানা বেগম তাকে (শাহানুর বেগম) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শাহানুর বেগমের অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল থেকে রেফার্ড করে তাকে ঢাকায় পাঠানো হয়।ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় বিকেলে শাহানুর বেগমের বড় বোন হেলানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে।
Leave a Reply