মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১১ বছরের পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি মো: নুরুজ্জামানের তথ্য পুলিশকে দেয়ার সন্দেহে হামলার শিকার হয়েছেন এক দফাদার (গ্রাম পুলিশ)। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শফিকুল ইসলাম (সোহাগ মিয়া) মাধবখালী ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার)। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
আহত গ্রাম পুলিশ শফিকুল ইসলাম সোহাগ জানান, মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে কাজী বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠানে আসার পর দীর্ঘ দিনের পলাতক হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি নুরুজ্জামান অবস্থান করছিল। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর জের ধরে ওই বাড়ির লোকজন আমাকে সন্দেহ করে এবং মারধর করে।
এ ব্যাপারে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হামলাকারীদের স্বজন কাজী মো: মিজানুর রহমান লাভলু বলেন, তাদের ভেতরে এ নিয়ে কথা কাটাকটি হয়েছে। তবে কোনো ধরণের মারধরের ঘটনা ঘটেনি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply