বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে নিয়েছেন এক যুবলীগ নেতা। বিদ্যালয়ের জমি দখল করায় এখন সেখানে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জরাজীর্ণ ওই বিদ্যালয়ের একমাত্র ভবন ভেঙে সেখানে আরেকটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। নিলামে তোলার পর পুরনো বিদ্যালয় ভবনটি গত ৩০ আগস্ট অপসারণ করা হয়। এরপরই সূর্যমণি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মৃধা বিদ্যালয়ের জমি দখল করে টিনের ঘর তোলেন। বিদ্যালয়ের জমি দখল করে নেয়ার পর সেখানে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
পটুয়াখালী এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল বলেন, জমি দখলের কারণে কার্যাদেশ দেয়ার পরও ভবনটির নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, ২৭ বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০০১ সালে বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। তখন নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কয়েক বছরের মধ্যেই বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে যায়। সম্প্রতি ওই জরাজীর্ণ ভবন ভেঙে আরেকটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু পুরনো ভবনটি ভেঙে নেয়ার পরই যুবলীগ নেতা জাকির বিদ্যালয়ের জমি দখল করে নেন।
তবে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জাকির মৃধা বলেন, এতদিন বিদ্যালয় ভবনটি আমার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছিল। এখন আমি আমার পৈতৃক সম্পত্তি দখল করেছি। যারা জমিদাতা ছিলেন তারাই বিদ্যালয়ের জমি ভোগদখল করছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মুন্সি বলেন, জমিদাতার সঙ্গে যুবলীগ নেতা জাকির মৃধার আপোস মীমাংসার চেষ্টা চলছে। যদি আপোস মীমাংসা হয় তাহলে অচিরেই আগের স্থানে বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হবে।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, জমি দখলের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে।
Leave a Reply