বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল পৌরসভায় ২কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ২২ কিলোমিটার সড়ক বাতি স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো, পৌরসভার ভৌত অবকাঠামো ও এডিপির অর্থায়নে সড়ক বাতিগুলো স্থাপন করা হয়। এর ফলে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। কমেছে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ প্রবনতা। সংশ্লিষ্ট অফিসসূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ১০ কিলোমিটার ও দ্বিতীয় পর্যায়ে সাড়ে ১১ কিলোমিটার সড়ক বাতি স্থাপন করা হয়। আর ২০ কিলোমিটার সড়ক বাতি স্থাপনের পরিকল্পনা আছে। বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন পৌরসভার নিজস্ব তহবিল থেকে সড়ক বাতির বিল পরিশোধ করতে হয়।
তাই চাপ কমাতে বাকি ২০ কিলোমিটার সড়ক বাতির জন্য সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে আলোকিত পৌরসভায় রূপান্তর হবে। অপর দিকে শহরের ৪ নম্বর ওয়ার্ডের নুরিয়া স্কুলের সামনে থেকে ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পর্যন্ত ১কিলোমিটার দৈর্ঘ্য প্রশস্থ বিলের মধ্যে আরসিসি সড়কের দুই পাশে সড়ক বাতি স্থাপনের ফলে এক দৃষ্টি নন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ও রাতে শহর ও শহতলির আশপাশের বিপুল সংখ্যাক লোক এ দৃশ্য দেখার জন্য আসেন।
Leave a Reply