শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলা বিএনপির সভাস্থলে আওয়ামী লীগের কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে প্রায় অর্ধশত বিএনপির কর্মীকে আহত করেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় সভাস্থল শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে মঞ্চের আসবাবপত্র ভাঙচুর করে।
পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৈফিক আলী খান কবির জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন প্রবেশপথ লাউকাঠি ব্রিজ, চৌরাস্তা এবং লোহালিয়া খেয়াঘাট এলাকায় সভাস্থলে আগত বিএনপি নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালিয়ে আহত করা হয়। এ ছাড়া সভাস্থলের পরিবর্তে বাধা দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয় কর্মীদের। বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। তবে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তৎপর দেখা গেছে পুলিশ সদস্যদের।
এদিকে নির্ধারিত সময় বিকেল ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সরোয়ার, বিলকিস জাহান শিরিন, মোশারফ হোসেন, মনির হোসেন, মাহাবুবুর রহমান নান্নু, মো. শহীদুল আলম তালুকদার, মো. শাজাহান মিয়া, স্নেহাংশু সরকার কুট্টি এবং স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply