বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে ভাষার মাসে শ্রদ্ধা নিবেদনের পরিবর্তে ভাষাসৈনিক সৈয়দ আশরাফের সমাধিস্থলের পাশে টানানো নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার দুপুরে বাউফল থানায় মৌখিক অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন বাউফল পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নিহত ভাষাসৈনিক সৈয়দ আশরাফের ছেলে সৈয়দ মাইনুল হাসান সুমন।
সৈয়দ মাইনুল হাসান সুমন জানান, গত ২১ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে বাউফল উপজেলার ধূলিয়া গ্রামে আমার বাবার সমাধিস্থলের পাশে টানানো নামফলকটি স্বাধীনতাবিরোধী একটি চক্রের ইন্ধনে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ মাহাবুব হাসান বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র এখানে (বাউফলের ধূলিয়ায়) তৎপর রয়েছে। স্বাধীনতা যুদ্ধচলাকালীন ওই চক্রটির সহায়তায় পাকিস্তান আর্মি এবং রাজাকাররা মিলে ভাষাসৈনিক সৈয়দ আশরাফের বাড়ি-ঘর জালিয়ে দিয়েছিল। ওই চক্রটি এখনও তৎপর রয়েছে। ওই অশুভ চক্রটিকে খুঁজে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের প্রভাষক আবদুল জলিল বলেন, ভাষার মাসে একজন ভাষাসৈনিকের সমাধিস্থল থেকে তার নামফলক ভেঙে ফেলা চরম অবমাননাকর। এ ঘটনায় শিক্ষক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান তিনি। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply