বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন্য শূকরের আক্রমণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের বন বিভাগ ক্যাম্পসংলগ্ন ভূইয়াকন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের নেছার শরিফ (২৭) ও শহিদুল ভূঁইয়া (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের পরিবারের সদস্যরা বলছেন, তাদের অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে গৃহস্থালি কাজ করছিল শহিদুল। এমন সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে একটি বন্য শূকর এসে শহিদুলের ওপর আক্রমণ চালায়। পরে রাস্তায় গিয়ে পথচারী নেছার শরিফের ওপরেও আক্রমণ করে শূকরটি।
এ সময় ওই দুজনের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেওয়ায় তারা গুরুতর আহত হয়। পরে শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী। বন বিভাগের ধারণা, পার্শ্ববর্তী বন থেকে শূকরটি লোকালয়ে এসেছে।
এ বিষয়ে বন বিভাগের মৌডুবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ প্রামানিক বলেন, ‘শূকরের কামড়ে দুজন গুরুতর আহত হয়। আমরা শুনেছি, একজনকে কামড়ে ধরেছিল, তাকে রক্ষা করতে গিয়ে আঘাত করায় শূকরটি মারা যায়।’
Leave a Reply