বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের মেহেরুন নেছা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
৮ম শ্রেণির এক স্কুলছাএীকে প্রধান শিক্ষক কর্তৃক ধর্ষণের অভিযোগ এনে বিচারের দাবিতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন দুমকী ও পাঙ্গাশিয়ার স্থানীয় জনসাধারণ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালিত হয়
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর আগে বিষয়টি নিয়ে গত ১৭ নভেম্বর একাধিক জাতীয় পত্রিকাসহ আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি স্থানীয় প্রসাশনের।
শিক্ষার্থীরাসহ স্থানীয়রা ধর্ষক প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বলেন, ধর্ষণের শিকার ছাত্রীকে স্কুলের প্রধান শিক্ষক অনবরত হুমকি দিচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন মেহেরুন্নেছা স্কুলের প্রধান শিক্ষকের কাছে জিম্মি হয়ে পড়েছে।
ধর্ষণের বিষয়ে প্রধান শিক্ষক নেছার উদ্দীনের কাছে জানতে চাইলে বলেন, স্থানীয় কিছু কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য পাঁয়তারা চালাচ্ছে। তারা যে আমার বিরুদ্ধ অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তহীন ও মনগড়া।
ভুক্তভোগী ছাত্রীর বাবা হতদরিদ্র মো. জাফর হাওলাদার বলেন, আমার টানা পোড়েন সংসারের অভাব পূরণে প্রধান শিক্ষকের অনুরোধে আমার মেয়েকে তার গৃহস্থালি কাজের জন্য পাঠাই।
প্রধান শিক্ষক নেছার উদ্দীন আমার দরিদ্রতার সুযোগে নিয়ে ধর্ষণের মতো জঘণ্য ও ঘৃণ্য কাজটি করেন। আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
Leave a Reply