সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালি প্রতিনিধি॥ ‘পরনের কাপড় নেই, স্ত্রীর ওড়না পরেন স্বামী!’ এমন শিরোনামে মঙ্গলবার একটি অনলাইন নিউজ পোটালে সংবাদ প্রকাশিত হয়।
এতে বলা হয় ‘টাকার অভাবে পটুয়াখালী শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রথম লেন বোহালগাছিয়া এলাকার ৯৫ বছর বয়সী সুলতান ডাক্তার ও ৭০ বছর বয়সী সকিনা বেগম ভিক্ষুক দম্পতির দিন কাটে পরের বাড়ির পান্তা ভাত খেয়ে। স্ত্রীর ভিক্ষার টাকা ওষুধ কিনতেই শেষ হয়ে যায়।
এজন্য লুঙ্গি কেনার টাকা না থাকায় স্ত্রীর ওড়না পরে ঘরেই থাকেন স্বামী। দুই ছেলে ঢাকায় রিকশা চালালেও তারা টাকা পাঠান না। বয়স্ক ভাতাও তারা পান না।
এমন খবর দেখে অর্থের অভাবে মানবিক জীবনযাপন করা পটুয়াখালীর সেই দম্পতির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নির্দেশনায় ওই দিন রাতেই পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী, লুঙ্গী ও কম্বল নিয়ে এ দম্পতির বাসায় যান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা নায়েবে আমির অধ্যাপক এমএ সালাম খান, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারি, পৌরসভা আমির মাওলানা আবুল বাশারসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতারা বলেন, জামায়াতে ইসলামী সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকেছে। সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়েছে, এই ধারা অব্যাহত থাকবে সব সময়। আসুন আমরা সবাই যার যার সাধ্য মতো অসহায় মানুষের পাশে দাঁড়াই। সুখি সমৃদ্ধশালী, সুষম সমাজ বির্নিমানে, ইসলামী সমাজ কায়ের পথে এগিয়ে যায়।
Leave a Reply