বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামিম আজ শনিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের কালিগঞ্জ থেকে নলচর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।এসময় তিনি ভাঙ্গন প্রতিরোধে চলমান কাজের খোঁজ খবর ও নেন এবং নলচর সবকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা বিশুদ্ধ খাবার পানি, পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ মেরামত, নদীর পার্শ্ববর্তী কয়েকটি ঘাটলা নির্মাণ, সড়ক সংস্কার ও বিদ্যুতের দাবীসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।
প্রতিমন্ত্রী স্থানীয়দের কথা ধৈয্য সহকারে শোনেন এবং তাদের দাবির প্রতি সহমত পোষন করে বলেণ এমপিরা টাকা একটু নজর দিলে এ সকল কাজ করতে পারত।কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় নলচরে বিগত ২৫ বছরে এ এলাকায় কোনো সংসদ সদস্য গুরুত্ব দেয়নি।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরের ন্যায় রুপান্তর করতে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে এবং ডিজিটাল বাংলাদেশর ছোয়ায় আলোকিত করে তোলা হবে এ দুর্গম এলাকাকে।এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যন সাইদুর রহমান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাইয়েদ আহমেদ মধু সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
Leave a Reply