রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় বাংলাদেশের সকল গণপরিবহণ বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতও বন্ধ করা হয়।
তবে সরকারের নির্দেশনা উপেক্ষা করেই অতিরিক্ত ভাড়া এবং ধারণক্ষমতার বাহিরে যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দেওয়ার অভিযোগে রাজাপুর সীমানাবর্তী পয়েন্ট থেকে তিনটি ট্রলার জব্দ এবং তিন মাঝি ও দুই সহকারীকে আটক করেছে নৌ পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে নৌ পুলিশের ওসি সুজন পাল এর নেতৃত্বে এ এস আই চন্দন, এ এস আই শরীফুল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকৃতরা হলো- মোহাম্মদ রিয়াজ (১৯), মো. মজনু (২৬), মো. রিয়াজ (২০), মো. শেলিম (৪০) ও মো. বিল্লাল (৩৫)। তারা সবাই লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট এলাকার বাসিন্দা।
নৌ পুলিশের কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
Leave a Reply