শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
সুমন খান ,স্বরুপকাঠী প্রতিনিধিঃ
পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন পরিষদ। যার মধ্যে অন্যতম একটি ১নং বলদিয়া ইউনিয়নের পরিষদ। এখানে শিক্ষার হার প্রায় ৬১.২০% এই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে যেখানে রয়েছে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে , “দক্ষিন বিন্না কাইলান্তীর সরকারি প্রাথমিক বিদ্যালয়” অন্য তম। এই স্কুলে প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রী নিয়মিত পড়াশোনা করে থাকে। ছাত্র ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো খালের উপর ঝুকি পূর্ণ একটি কালভার্ট। যার অবস্থা খুবই খারাব এ যেন কোমলমতি ছাত্র ছাত্রীদের জন্য অপেক্ষ করে আছে মরন ফাঁদ। যে কোন সময় ঘটে যেতে পারে, বড় কোন ধরনের দূর্ঘটনা।স্কুলের প্রধান শিক্ষক বলেন প্রায় প্রতিদিনই কোন না কোন ছাত্র ছাত্রী কালভার্ট থেকে পড়ে গিয়ে ব্যাথা পায় এবং কান্না কাটি করে পড়াশুনায় বিগ্ন ঘটে। ৬নং ওয়ার্ডের বাবুল মেম্বর সাংবাদিকের কাছে বলেন,আমার ওয়ার্ডে রয়েছে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই ধরনের ক্ষতিগ্রস্ত কালভার্টের সংখ্যা রয়েছে ৬টি যার প্রতিটি কালভার্টই একি রকম অবস্থায় রয়েছে।এছাড়া সাইজুদ্দিন মহাজন বাড়ির সামনের কালভার্টের অবস্থা আরো বিপদ জনক।মহাজন বাড়ির ছেলে সাইফুল ইসলাম বলেন,নাজিরপুরে দীর্ঘা ইউনিয়ন সহ, কাঠাপিটানিয়া,লেবু বাড়ী,খেজুরবাড়ী ও সোনারঘোপ সহ তিনটি গ্রামে ও একটি ইউনিয়নের অধিকাংশ লোকের চলা চলের জন্য এটাই একমাত্র রাস্তা,এবং বিন্না বয়েজ স্কুল, গার্লস্কুল সহ কিন্ডার গার্ডেনের বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠানের ছাত্রী/ছাত্রী প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক প্রতি দিন যাতায়াত করেন।
সরজমিনে এলাকার লোকজন সাংবাদিকদের বলেন, গত ১বছর পূর্বে ১লক্ষ্য টাকা বাজে কালভার্টটি কাঠ দিয়ে পূর্ণ নিমান করেন ঠিকাদার কোম্পানি। নির্ম্ন মানের কাঠ দিয়ে তৈরি করায় আজ এই আবস্তা সৃষ্টি হয়েছে। কালভার্টটিতে তখন সিলিপার দেওয়া হতো তাহলে ২০বছরেও কিছু হতোনা এই ধরনের কাঠ দিয়ে কালভার্ট তৈরি করা মানে সরকারের টাকা নষ্ট করা।এলাকাবাসীর দাবী করেন, কালভার্টটি ভাল ভাবে নির্মান করে কচি কাঁচা কোমল মতী শিক্ষার্থীদের দূর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply