বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ গত এক সপ্তাহ যাবৎ দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে নিম্নআয়ের মানুষ হতাশাগ্রস্থ।
বরিশালের বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায় পিয়াজ তেল ও চালের বাজার লাগামহীনভাবে বেড়েছে। গত তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পিয়াজের দাম ১০ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত বেড়েছে।
এ বিষয়ে পিয়াজের খুচরা ব্যবসায়ী ও আর তাদের কাছে জানতে চাওয়া হলে তারা সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করতে পারেনি।
এদিকে প্রতি ৫০ কেজি চালের বস্তায় প্রকারভেদে দাম বেড়েছে গত মাসের তুলনায় ৫০ থেকে ৬০ টাকা।
এ বিষয়ে বিভিন্ন আড়তদার ও মিল মালিকদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান চাষিরা ধান গোলায় তুলছে তাই কৃত্রিমভাবে ধানের বাজারে ধানের সংকট দেখা দিচ্ছে যে কারণে উচ্চমূল্যে ধান ক্রয় করার কারণে চালের বাজার বেশি। এছাড়াও সরকারি গোডাউনে চাল দেওয়ার কারনে প্রতিটি মিলেই পর্যাপ্ত পরিমাণে উৎপাদন ব্যাহত হচ্ছে যে কারণে চালের বাজার আগের তুলনায় একটু বেশি।
তবে সরকারি গোডাউনের চাল দেওয়া শেষ হলে চালের বাজার কমার সম্ভাবনা আছে। অন্যদিকে গত এক সপ্তাহের ব্যবধানে ভোজ্যতেলের প্রতি কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা বেশি এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারেনি।
ক্রেতাসাধারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সঠিক বাজার মনিটরিং করার জন্য কর্তৃপক্ষের বৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply