রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে রিপন গাজী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০দিকে উপজেলা শহরের মল্লিকপুর ব্রীজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী রিপন গাজী সাংবাদিকদের অভিযোগ করেন, জে.এল ৪৩, নলছিটি মৌজার ৪২৪ নম্বর খতিয়ানের ৫০৪ নম্বর দাগের পৈত্রিক সম্পত্তিতে ৩ বছর আগে তিনি দোকান নির্মাণ করেন। ওই দাগে মোাট সম্পত্তি ৭৪ শতাংশ। মাসখানেক আগে হানিমুন বেগম নামে তার এক আত্মীয়ের কাছ থেকে মল্লিকপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম হাওলাদার একাধিক খতিয়ানে মোট ৪ শতাংশ জমি ক্রয় করেন। যার মধ্যে ১ শতাংশ জমি ৫০৪ নম্বর দাগে পড়েছে। জমি ক্রয় করার পর শাহ আলম হাওলাদার তার (রিপন গাজী) দোকান জোরপূর্বক দখলে নিতে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকালে ভাড়াটে গুন্ডাবাহিনী নিয়ে তার দোকানে হামলা চালায় শাহ আলম। তারা দোকানের সাটার ভেঙে মালামাল লুট করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম হাওলাদার বলেন, ‘তিন মাস আগে আমি জমি কিনেছি। কিন্তু রিপন গাজী গং আমাকে জমির ভোগদখলে বাঁধা দিচ্ছে। তবে দোকান ভাঙচুরের অভিযোগ সত্য নয়।’
Leave a Reply