সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৭১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে কাওসার হোসেন সালমানকে সভাপতি ও অন্তনু চন্দ্র পালিতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস.এম আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. মুসফিক হাসান তুহিন, মির্জা হাসান কামরুল, মো. কাওসার সরদার, মো. আল আমিন তালুকদার, মো. মেহেদী হাসান ইমরান, তুফান চন্দ্র দে, মো. জান্নাতুল বাকী আহাদ, মো. রাশেদ খান, মো. সজিব সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম রনি, শাহীন রাঢ়ি, মো. নাদিম খান, ইমরান তাতী, মো. রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, মো. শরিফুল ইসলাম, রিসাদুল ইসলাম তানভীর, মো. মারুফ খান, মেজবা উদ্দিন আকাশ, প্রচার সম্পাদক জায়েদ ওসমান, উপ-প্রচার সম্পাদক এনামুল হাসান অন্তর, দপ্তর সম্পাদক মো. তাইফ ইউ ইভান, উপ-দপ্তর সম্পাদক রহমতউল্লাহ সিয়াম, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মো. বাহাদুর খান, উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক তাহমিদ সিয়াম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. হাসান মিঠু, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরোজ হাসনি ইসাদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স¤্রাট, সমাজসেবা বিষয়ক সম্পাদক লোকমান সরদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রিফাত হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজু হাওলাদার, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ, পাঠাগার বিষয়ক সম্পাদক রকি হাওলাদার, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সজীব সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আজাদুজ্জামান আসাদ, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাকিব তালুকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম সুহা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইভা রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব গাজী, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তাবিস মাহমুদ নাহিদ, আইন বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসির, উপ-আইন বিষয়ক সম্পাদক, সোহান আকন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হান্নান হাওলাদার, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. সফিউদ্দিন সাকিব, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. রিফাত হাওলাদার, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক অর্নব দাস শান্ত, উপ-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মো. রাকিব হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অজয় মালো, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রিফাত হাওলাদার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজল খলিফা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. রবিউল ইসলাম, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রায়হান জোমাদ্দার, সহ-সম্পাদক রহমাতুল্লাহ রায়হান, হাসিবুল ইসলাম ইমন, উজ্জল তালুকদার, তরিকুল ইসলাম (শাওন), সদস্য মো. রিয়াজ, তাওহীদ হাসান হৃদয়, মো. রাশেদ খান, সৌরভ ফকির, দুর্জয় দাস, মো. ইমন হোসেন, মো. আসিফ হাওলাদার, বিধান বসু, হৃদয় খান ও মোসায়েল খন্দকার উদয়।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও দীর্ঘদিন পর নলছিটি পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাদের শুভেচ্ছা জানানো শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা।
নতুন কমিটির সভাপতি কাওসার হোসেন সালমান এক প্রতিক্রিয়ায় ১৪ দলের মুখপাত্র ও স্থানীয় সংসদ সদস্য বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply