শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। এই মুহূর্তে অপ্রয়োজনীয় হার্ডওয়্যার, কাপড় ও ফিশিং নেটের দোকান খোলা রাখায় বরিশাল নগরীর বাজার রোড, নথুল্লাবাদ ও চকবাজার এলাকার ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাজার রোডে আঁদার দাম নিয়ন্ত্রনে থাকায় সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমান আদালত।
এদিকে জেলার উজিরপুর পৌর এলাকায় ফেসবুকে গুজব ছড়িয়ে অবৈধ গনজমায়েত সৃস্টির চেস্টা সেনা বাহিনী, র্যাব ও পুলিশের সহায়তায় রুখে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪শ’ টাকা কেজি দরে আঁদা বিক্রির দায়ে এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বরিশাল নগরীতে এবং মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলার উজিরপুর পৌরসভা এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সেনা বাহিনী, র্যাব ও পুলিশ এই পৃথক অভিযানে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, অভিযানের শুরুতেই নগরীর বাজারে রোডে নিত্যপন্যের বাজার মূল্য নজরদারী করেন। এ সময় আঁদা সহ অন্যান্য পন্যের সহনীয় মূল্য পাওয়ায় ভ্রাম্যমান আদালত সন্তোষ প্রকাশ করেন। পরে তার ভ্রাম্যমান আদালত নগরীর বাজার রোড ও চকবাজার এবং নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই মুহূর্তে অপ্রয়োজনীয় হার্ডওয়্যার, সুতা ও কাপড়ের দোকান খোলা রেখে জনসমাগম করার দায়ে ৮টি দোকান থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে জেলার উজিরপুর পৌরসভা এলাকায় ফেসবুকে করোনা ভাইরাসের টিকা আবিস্কারের পোস্ট দিয়ে ব্যাপক গনজমায়েতের আগাম গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত। সেনা বাহিনী, র্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত উজিরপুর পৌর এলাকায় ব্যাপক মহড়া দিয়ে অবৈধ গনজমায়েত রুখে দেয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
এ সময় বাজার নজরদারীর অংশ হিসেবে আদার বিক্রয় মূল্য তালিকায় ৪শ’ টাকা দর লেখায় উজিরপুর বাজারের এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করেন মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমুল হুদা।
Leave a Reply