সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
ওয়ার্ড প্রতিনিধি: ॥ বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের নবগ্রাম রোডে যুবক হাউজিং এর পাশে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ট্যালেন্ট স্কুলের কার্যক্রম চালিয়ে আসছে। শহিদ খান নামের এক ব্যক্তি অবৈধভাবে এই স্কুলটি চালিয়ে আসায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন অধিদপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন।
নানা অনিয়মের অভিযোগে সোমবার দুপুর ১টার দিকে বরিশাল নগর গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম ট্যালেন্ট স্কুলে যায়। ডিবির টিমটি স্কুল পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে শহিদ খান কৌশলে কেটে পড়েন। এদিকে শহিদ খানের ভাই বিভিন্ন অপকর্মের হোতা তারেকও ট্যালেন্ট স্কুলের দেখভাল করে আসছে। এই তারেকের বিরুদ্ধে গজিয়ে ওঠা ওই কোচিং সেন্টার ও আশপাশে মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, শহিদ খান সরকারি নিয়ম নীতিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ট্যালেন্ট স্কুলের নামে কোচিং বাণিজ্য চালিয়ে আসছে। শহিদ খানের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন কায়দায় প্রতিবাদকারীকে হয়রানি করারও অভিযোগ উঠেছে। সূত্রের ভাষ্য, এলাকায় নারী পাচারকারী হিসেবে পরিচিত শহিদ খান কিভাবে প্রশাসনের চোখে ধুলা দিয়ে কোচিং বাণিজ্য চালাচ্ছে।
এ ব্যাপারে ট্যালেন্ট স্কুলের পরিচালক শহিদ খান বলেন, একটি চাঁদাবাজ গ্র“প তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না পেয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছে। ওই চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা চলমান। তার উপর ক্ষিপ্ত হয়ে নামে বেনামে অভিযোগ করছেন। তার স্কুলের সকল কাগজপত্র বৈধ বলে দাবি করেন।
Leave a Reply