সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
.সাত দিনের মধ্যে ব্যানারগুলো নামিয়ে না নেওয়া হলে কর্পোরেশন উদ্যোগ নিয়ে অপসারণ করবে করবে .
. অশ্বিনী কুমার হলের সম্মুখে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ নির্মাণ থেকে বিরত থাকতে অনুরোধ রাখেন.
স্টাফ রিপোর্টার:বরিশাল শহরের বিভিন্ন এলাকায় টাঙানো সকল ধরনের রাজনৈতিক ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছেন নতুন মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। আগামী সাত দিনের মধ্যে ব্যানারগুলো নামিয়ে না নেওয়া হলে কর্পোরেশন উদ্যোগ নিয়ে অপসারণ করবে।বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের স্ব-স্ব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে জরুরি সভায় এই আল্টিমেটাম দেন তিনি। সেই সাথে মেয়র সাদিক কর্পোরেশনের আওতাধীন সকল ধরনের চলামন কাজের খোঁজ-খবর নেন।এর আগে মেয়র সাদিক নগরভবনে নতুন কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি কাউন্সিলরদের কাছ থেকে প্রতিটি ওয়ার্ডের নানা সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে ধারনা নেন। এমনকি তিনি ওয়ার্ডের সমস্যাগুলো অচীরেই সমাধান করার আশ্বাস দেন বলে জানা গেছে।কর্পোরেশনের একটি সূত্র জানিয়েছে- আগামী ৩১ অক্টোবরের মধ্যে শহরের সকল বিভিন্ন এলাকার সকল ব্যানার ও ফেস্টুন অপসারনের পরামর্শ দেন। যদি এই সময়ের মধ্যে কেউ সরিয়ে না নেয় সেক্ষেত্রে কর্পোরেশন কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে তা অপসারণ করবে।তাছাড়া শহরের নগরীর বিবির পুকুরের পশ্চিম পাশ ও অশ্বিনী কুমার হলের সম্মুখে কোন ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ নির্মাণ থেকে বিরত থাকতে অনুরোধ রাখেন। একই সাথে বরিশাল শহর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র সাদিক।
Leave a Reply