শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সামাজিক দূরুত্ব নিশ্চিতসহ পণ্যের সঠিক দাম নিশ্চিতে বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম রবিবার দিনব্যাপী বরিশাল নগরীর পোর্ট রোড, সদর রোড, কাঠপট্টি, অমৃত লাল দে কলেজ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম করায় ৪৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় এসব এলাকায় বাজার মনিটরিং এর লক্ষ্যে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এ সময় নগরীর পোর্ট রোড এলাকায় মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ মোতাবেক মজিবর ও সেলিম হাওলাদার নামক দুই দোকানদারকে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে একই আইনের ৪০ ধারা মোতাবেক মুদি দোকানদার রুবেল কে ৭,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কাঁচা বাজার মনিটরিং এ একই এলাকায় খুচরা বিক্রেতা নজরুল, ফিরোজ ও ইলিয়াস কে একই আইনের ৪০ ধারা মোতাবেক যথাক্রমে ২,০০০ টাকা, ১,০০০ টাকা ও ১,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অমৃত লাল দে কলেজ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রির ডিলার হারুন-অর-রশিদ কে ১০০ কেজি ছোলা এবং ৫০ কেজি ডাল বিক্রয়ে অনিয়ম করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন,২০১২ এর ধারা ৩৯ মোতাবেক ৩০,০০০ টাকা অর্থদন্ডসহ সর্বমোট ৪৯,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply