সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েনের ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে জনসাধারণের মুদ্রা চাহিদা মেটানো এবং দৈনন্দিন লেনদেন সহজতর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে আজ সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করছে এবং জনসাধারণের চাহিদা অনুযায়ী মুদ্রা লেনদেন করছে না। এর ফলে দেশব্যাপী ধাতব মুদ্রার চাহিদা থাকলেও সাধারণ মানুষ তা সংগ্রহ করতে পারছে না।
এই পরিস্থিতিতে, বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের শাখাগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণ মুদ্রা রাখার নির্দেশ দিয়েছে। প্রতিটি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় ১ টাকা কয়েনের ন্যূনতম সংখ্যা হবে ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১৫ হাজার পিস। অন্যদিকে, অন্যান্য শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ৫ হাজার পিস থাকতে হবে। এছাড়া, প্রতিটি উপশাখায় ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যদি কোন শাখায় ধাতব মুদ্রার পরিমাণ ন্যূনতম নির্দিষ্টসংখ্যক থেকে কমে যায়, তবে সংশ্লিষ্ট শাখা জনসাধারণকে, ফিডিং শাখা এবং প্রয়োজনে কাছের বাংলাদেশ ব্যাংক থেকে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
Leave a Reply