বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিশু মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সকালে হরিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটলেও মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ঘটনার বর্ননা দিয়ে ওই শিশুর নানি জানান, শনিবার সকালে প্রতিবেশী শেখ ছামিদের ছেলে শেখ জামির (৪৫) তার শিশু নাতনিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে ওই শিশুকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই শিশুকে ৫ টাকা হাতে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে শিশুটি কান্না করতে থাকলে তার নানি তাকে জিজ্ঞাসা করলে নির্যাতনের কথা বলে। পরে দুপুরের দিকে অভিযুক্ত জামিরের বাবার কাছে অভিযোগ দিলে বিচারের আশ্বাস দেন তিনি। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় মেম্বারকে জানান হয়। মেম্বার তাকে চিকিৎসা ও থানায় জানাতে বলেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, নির্যাতনের শিকার ওই শিশু মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তাকে মেডিক্যাল পরীক্ষার করা হবেও বলে তিনি জানান। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম জানান, বিষয়টি জানার পর তদন্ত করে দেখা হবে।
Leave a Reply