শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ছিলো এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দ্বিতীয় ধাপে মেয়র পদে ২৬২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৬৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এসব পৌরসভা ভোটে মনোনয়নপত্র মঙ্গলবার (২১ ডিসেম্বর) যাচাই বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর আর আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ধাপে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ৩২টিতে কাগজের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply