রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার // সরকারের বরাদ্দকৃত ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়েরকৃত মামলায় বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ (২৩ জানুয়ারী) বুধবার সকালে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজীর নেতৃত্বাধিন একটি টিম।
পরে দুদকের দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে মহানগরীর বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ২৭ নভেম্বর দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে দুই জনের বরিুদ্ধে মামলা দায়ের করেন।
এই মামলার অপর এজাহার নামিয় আসামী চাঁদপুরা ইউনিয়নের ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন খান আদালত থেকে জমিনে রয়েছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী জানান, চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে ২০১৫-১৬ অর্থ বছরের ভিজিডি কার্ডধারী ২৫১ জন উপকারভোগীর প্রত্যেককে ২০ কেজি করে চাল কম বিতরণ করেন।
যার পরিমান দাড়ায় ৫.০২০ মেট্রিক টন। ২০১৬ সালের সরকারি অর্থিক মূল্য এক লক্ষ ৮২ হাজার ৪২৬ টাকা ৮০ পয়সা। যার পুরোটাই ইউপি চেয়ারম্যান ও মেম্বার মিলে আত্মসাত করেন।
Leave a Reply