বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় গরুর ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৃহবধূর অবস্থা আরো অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
জানা যায়, দশমিনা সদর ইউনিয়নের হাজিরহাট গ্রামের ফাসমাউন নামে ওই গৃহবধূর দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী আতিকুর রহমান ওষুধ কোম্পানিতে সেলস ম্যানেজারের চাকরি করেন।
আতিকুর রহমানের ভাগনি তামান্না জানান, ফাসমাউনের আলসার থাকায় দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করছেন। ঘটনার দিন ওষুধ শেষ হওয়ায় তার শ্বশুর আবুল হোসেন হাওলাদার বাজার থেকে ওষুধ আনেন। সঙ্গে গরু মোটাতাজা করার জন্য একই প্যাকেটে ট্যাবলেট নিয়ে আসেন। ফাসমাউন একই প্যাকেটে দেখে তার ওষুধ মনে করে তা খেয়ে ফেলেন।
ওই দিন রাত সাড়ে ১২টায় ফসমাউন অসুস্থ হয়ে পড়লে সবাই জানতে পারে তার শ্বশুর গরুর মোটাতাজার ওষুধ আনেন একই প্যাকেটে। ওই রাতেই ফাসমাউনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানো হয়।
Leave a Reply