শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে ফণীর ভয়ে আশ্রয়স্থলগুলিতে আশ্রয় নেয়া হাজার হাজার পরিবারের মাঝে ঘুরে ঘুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিত্যপ্রয়োজনিয় সামগ্রী হিসেবে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কিজি লবন, ১কেজি চিনি, ১কেজি সয়াবিন তেল, আধা কেজি টোষ্ট বিস্কুট, মুড়ি,মোমবাতি এবং দিয়াসলাই পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। এখন রাত ১০:১৬টা রাস্তা ঘাটে লোক নেই বললেই চলে।
স্থানীয় সাধারণ মানুষ যখন ফণীর আতঙ্কে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে নিরাপদে অশ্রয়ে কিংবা ঘরমুখো তখন পূর্ণাঙ্গ দায়িত্ব পালন লক্ষে তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল আশ্রয়স্থলগুলোতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং অর্থায়নে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য সরকারি বরাদ্দকৃত প্রেরিত খাদ্যসামগ্রী বোঝাই বাহন বৈরী আবহাওয়ার কারণে পথিমধ্যে আটকে পরায় তিনি নিজে থেকে এমন উদ্যোগ নিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সহকারিদের অসংখ্য ধন্যবাদ স্যার।
Leave a Reply