রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালনের লক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রির সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, দৈনিক জাগরণের বরিশাল প্রতিনিধি গোলাম মাওলা শান্ত, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি কায়কোবাদ তুফান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম পলাশ প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এস.আর সোহেল, মশিউর রহমান, গাজী আরিফুর রহমান, এইচএম সিজার, মো. আরিফুর রহমান প্রমুখ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।
Leave a Reply