বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। করোনাকালীন সময়ে স্থানীয় নেতারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেছেন।
সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে আহ্বান জানান।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রাজা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকেন্দার আলীসহ কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন।
Leave a Reply