শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত জুলাই’ বই প্রকাশনা অনুষ্ঠানে মন্তব্য করেন, দেশে মধ্যপন্থা ও উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু ক্ষমতার আশায় নয়, ভালো কাজের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে। অনেক চক্রান্ত চলছে। উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।” ফখরুল আরও বলেন, রাজনীতিতে মতভেদ স্বাভাবিক, তবে বর্তমান পরিবেশে মানুষ বিভ্রান্ত, নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।
ফখরুল আশ্বস্ত করেছেন, ঘোষণামাফিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করেছেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফেরানোর প্রচেষ্টা চলছে।
তিনি বিএনপির অবদান তুলে ধরে বলেন, “বাংলাদেশে সংস্কারের কথাই প্রথম বলেছে বিএনপি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বিএনপি সংস্কারবিরোধী নয়, সব সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে।”
ফখরুল দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্ররা রাস্তায় বের হয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। “আজ মানুষ পরিবর্তন চায় এবং সেটি বিএনপির কাছেই চায়। জনগণ বিএনপির ওপর তাকিয়ে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”
সভায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। এছাড়া বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ড্যাব সভাপতি অধ্যাপক জাহানারা লাইজু।
Leave a Reply